আদালতের রায়ে SSC গ্রুপ ডি 'ভুয়ো' নিয়োগে নয়া মোড়। 'ভুয়ো' নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এই প্রথম চাকরি বাতিল হল হাইকোর্টের নির্দেশে। 'ভুয়ো' নিয়োগে খরচ হওয়া সরকারের টাকা পুনরুদ্ধারেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের অভিযোগ পায় আদালত।
গুরুত্বপূর্ণ এ বিষয়ে SSC রিপোর্ট দিয়ে জানায়, চাকরির সুপারিশ তাদের নয়।
মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এসএসসি গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই নিয়ে মামলার প্রেক্ষিতে এসএসসিকে তলব করা হয়েছিল। অভিযোগ , এসএসসি-র সুপারিশের ভিত্তিতেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু, এসএসসি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল, নিয়োগের ক্ষেত্রে তারা কোনওরকম সুপারিশ করেনি। স্বভাবতই আদালত প্রশ্ন তোলে, এসএসসি সুপারিশ না করে থাকলে, কার সুপারিশে এই ভুয়ো নিয়োগ করা হয়েছিল?
সুপারিশ কে করেছেন, তা জানতে স্পেশাল ইনভেস্টিগেশন টিমও গঠন করে দেয় আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে মোট চার সদস্যের টিম গড়া হয়েছে। সব দিক বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটির কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল কমিশন(এসএসসি) কে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন