মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন জারি করল মুম্বইয়ের একটি আদালত। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে সমন জারি হয়েছে। ২ মার্চের আগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল বাংলার মুখ্যমন্ত্রীকে। অভিযোগ? জাতীয় সঙ্গীতের আবমাননা! মমতার বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, জনসভায় ভুলভাবে জাতীয় সঙ্গীত গেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই সমন জারি করল আদালত।
এদিকে, 'আমরা চাই মানুষ তৈরি হোক... ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠা।' এদিন তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে এই ঘোষণা করলেন চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি বলেন, 'এবার আমার একটাই লড়াই, শিল্প এবং কর্মসংস্থান। আমরা চাই মানুষ তৈরি হোক। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমাকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। অনেক ঝড়-ঝঞ্ঝা অতিক্রম করে আজ এই জায়গায় তৃণমূল। কংগ্রেস যতদিন লড়েছে, উত্তরপ্রদেশকে ভিত্তি করেই লড়েছে। গুজরাতকে ভিত্তি করে উঠেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের আসল জায়গা বাংলা। আপনারা দলকে মজবুত করে গড়ে তুলুন। বিজেপিকে দেশ থেকে হঠানোর জন্য তৃণমূলকে মজবুত করুন। তৃণমূল কংগ্রেস এখন জাতীয় দল। ২০১৬ সালে কমিশনের স্বীকৃতি পেয়েছি। মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সাংগঠনিক নির্বাচন করার জন্য। ফেব্রুয়ারিতেই সাংগঠনিক নির্বাচন করে দিলাম।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন