আনিস খান রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই পুলিশ কর্মী। বুধবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, "আইন আইনের পথে চলবে। তদন্ত তদন্তের মত চলবে। নিরপেক্ষ তদন্ত হস্তক্ষেপ করতে চাই না আমি।
এর পরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন, ''আমি আন্দোলন করে বড় হয়েছি। আমায় যেন কেউ আন্দোলন না শেখায়। গতকাল কলকাতায় খুব সমস্যা হয়েছে। আন্দোলনের নামে বেশকিছু রাস্তা অচল করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সমস্যা হয়েছে। পুলিশকে পুলিশের কাজ করতে দিন।"
সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার। এ প্রসঙ্গে তিনি বলেন, "যারা CBI CBI করছেন, তাঁরা দেখাতে পারবেন কটা বিচার পাওয়া গিয়েছে? নন্দীগ্রামের ঘটনায় বিচার মিলেছে? তাপসী মালিকের কাণ্ডে সিঙ্গুরে CBI তদন্তে বিচার মিলেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির ক্ষেত্রে কিছু হয়েছে? ক্ষমতা নেই বলে CBI CBI করে রাজ্যের পুলিশকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার পরিকল্পনা। অন্যায় যে করবে সে শাস্তি পাবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন