রাজ্যের শিল্পবিরোধী যে ভাবমূর্তির অভিযোগ বার বার বিরোধীদের তরফে করা হচ্ছিল। এবার সেই বদনাম ঘোচাতে মরিয়া রাজ্য সরকার। সদ্য সমাপ্ত চার পুরনিগম নির্বাচনের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল এবার তাঁর লক্ষ্য – শিল্প ও কর্মসংস্থান। আর এই স্বপ্ন পূরণ করতে মুখ্যমন্ত্রীর প্রথম নজর লাল মাটির জেলা বীরভূমে। নজরে দেউচা পাঁচামির খোলামুখ খনি। এই প্রকল্প একবার চালু হয়ে গেলে, রাজ্যে শিল্পের পাশাপাশি প্রচুর কর্মসংস্থানও হবে বলে আশাবাদী মমতা। আর বুধবার সেই দিকেই এক ধাপ এগোল রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন