স্কুল-কলেজের ক্যাম্পাস অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে ইদানীং প্রায় প্রতি দিনই বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে। হাইকোর্টে চার-চারটি মামলাও হয়েছে এই দাবিতে। সেই সব মমালার সূত্রেই শুক্রবার আদালতে রাজ্য জানালো, প্রশাসনও চায় যত দ্রুত সম্ভব স্কুল-কলেজে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। কিন্তু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের যে টিকাকরণ-পর্ব চলছে, তাতে এই বয়সীদের অন্তত ৮৫ শতাংশকে টিকা দেওয়া সম্পন্ন না করে স্কুল-কলেজ খুলে দেওয়া সমস্যার হতে পারে বলে মনে করছে সরকারপক্ষ। টিকাকরণে অগ্রগতি জানাতে আরও কিছুটা সময়ও চাওয়া হয় সরকারের তরফে।
স্কুল খোলার ব্যাপারে স্বাস্থ্য, শিক্ষা, বিপর্যয় মোকাবিলা ও স্বরাষ্ট্র দফতরের মধ্যে প্রতিনিয়ত আলোচনা করে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলেও আদালতে জানিয়েছে রাজ্য। আগামী দিনেও এই দফতরগুলির সঙ্গে কথা বলেই পদক্ষেপ করা হবে বলে জানান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন