রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই সে কথা জানালেন মমতা।এদিন তিনি বলেন, 'বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে।
রাজ্যপাল প্রসঙ্গে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী, "বারবার বিরক্ত করছেন, তাই ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে। সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন। রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা লোক মারছে। প্রতিদিন রাজ্যপালের উস্কানি, বাধ্য হয়েই ট্যুইটারে ব্লক করেছি। ৪টি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কেন পদক্ষেপ করা হয়নি? আগামী দিনে সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ, বিধানসভা, সংসদ। মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে। রাজ্যভবন থেকে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হচ্ছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন