কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা প্রকাশিত হতেই শাসকদল তৃণমূলের অন্দরে অসন্তোষের সেই চেনা ছবি। শুরু হয়ে গিয়েছে প্রার্থীপদ নিয়ে দড়ি টানাটানি। তৃণমূলের একাধিক বিক্ষুব্ধ নেতৃত্ব পুরভোটে এবার বিভিন্ন নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সেই তালিকায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শাসকদলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের 'হোম ওয়ার্ড'। এই ৬৮ নম্বর ওয়ার্ডেই নির্দল লড়ছেন তাঁর বোন তনিমা চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকায় প্রাথমিকভাবে নাম ছিল সুব্রত মুখোপাধ্যায়ের বোনের।
এদিকে পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পরেই শোভনদেব পুত্র সায়নদেব চট্টোপাধ্যায়ের একটি টুইটকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়। তিনি লেখেন, 'আত্মত্যাগ করতে বলার সময় ওঁরা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, আত্মত্যাগ করার পর ওঁরা বলল, এখনও সময় হয়নি। এই কাহিনী থেকে একটাই শিক্ষা নিলাম। নিজের সময় আসা অবধি অন্যদের জন্য হাততালি দিয়ে যেতে হয়।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন