করোনাভাইরাস একের পর এক রূপ বদলাবেই, এই কথা আগেই জানিয়ে ছিলেন চিকিৎসকরা। আমরা যত সংক্রমণ ছড়াতে দেব, সে তত ছড়াবে, এমনই জানালেন বিশ্বস্বাস্থ্য সংস্থার অধিকর্তা। একি সাথে নতুন প্রজাতির ভাইরাস যে ক্রমশ তার জাল বিস্তার করছে তা নিয়েও সতর্ক করেছেন তিনি।
ওমিক্রন সংক্রমিত দেশের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এখনও পর্যন্ত সারা বিশ্বে মোট ২৩টি দেশে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-র অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘাব্রেওয়াসাস। বুধবার এ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, 'আগামী দিনে ওই সব দেশে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।' জেনেভায় এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যেই ২৩টি দেশ থেকে নতুন প্রজাতির করোনা সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন