শুক্রবার থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দিল্লির সমস্ত স্কুল। করোনা আবহের মধ্যে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি।
এদিন এই সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে বলে, "সরকার বড়দের জন্য বাড়ি থেকে কাজ উদ্যোগ নিয়েছে। তাহলে বাচ্চাদের কেন স্কুলে যেতে বাধ্য করা হচ্ছে?" এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করে দিল্লি অরবিন্দ কেজরিওয়াল সরকার। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীতে সমস্ত স্কুল বন্ধ থাকবে। নয়া নির্দেশিকা প্রসঙ্গে পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেন, "বায়ুর মানোন্নয়নের পূর্বাভাস পেয়েই আমরা স্কুলগুলি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছিলাম। কিন্তু, রাজধানীতে বায়ুদূষণের মাত্রা আরও বেড়েছে। আর সেই কারণেই শুক্রবার থেকে আমরা সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যা বলবৎ থাকবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন