ডিসেম্বরে শীতের কাঁপুনি শুরুর আগেই ঘূর্ণিঝড় জাওয়াদের আতঙ্কে কাঁপছে ভারতীয় উপকূল। বাদ যাচ্ছে না বাংলাও। বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসা জাওয়াদ কোন অভিমুখে আসবে, কোন উপকূলে আছড়ে পড়বে, তা নিয়েই তটস্থ রাজ্য প্রশাসন। শীতের মুখে ঘুম উড়েছে উপকূলবর্তী রাজ্যগুলির।
বিভিন্ন রাজ্য প্রশাসনের তরফে এই ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার নেতৃত্বে এই দিন বৈঠক হয়। এই কমিটির অলোচনায় কেন্দ্রীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল জানান, একটি নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপরে। ৩ ডিসেম্বর এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নেবে। সেটি অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে ৪ ডিসেম্বর, সেই সময় এটির হাওয়ার গতি থাকবে, ৯০ থেকে ১০০ কিলোমিটার। পাশাপাশি বিপুল বৃষ্টি ও সমুদ্রের প্রবল ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। ওড়িশা ও অন্ধ্র উপকূলে এই প্রাকৃতির দুর্যোগ দেখা দেবে। ঘূর্ণিঝড় মূলত প্রভাব ফেলবে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম ও বিজয়নগরমে। এ ছাড়া এর প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে এই দুর্যোগের প্রভাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন