উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিক। টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক করল মধ্য শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা নিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র তৈরি করতে হবে সংশ্লিষ্ট স্কুলকেই। প্রশ্নপত্রের উপরে স্কুলের নাম লিখতে হবে।
এদিকে, রাজ্যে এখনও করোনা আতঙ্ক কাটেনি। এর মধ্যে করোনার নয়া অবতার ওমিক্রন নিয়ে দুশ্চিন্তা থাকছেই। এমন আবহে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নিয়ে শেষমেশ পিছু হটল সংসদ। মঙ্গলবার রাতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংসদ অনুমোদিত সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলকে ৩১ ডিসেম্বরের মধ্যে দ্বাদশের পরীক্ষার্থীদের ৫০ নম্বরের টেস্ট পরীক্ষা নিতে হবে। যদিও স্কুলই পরীক্ষার সূচি ও সময়সীমা চূড়ান্ত করবে।
এই পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর ও রেজাল্ট নির্দিষ্ট সময়ের জন্য স্কুলের হেফাজতে সুরক্ষিত থাকবে। সংসদ সময়মতো ট্যাবুলেটেড রেজাল্ট স্কুলের থেকে চেয়ে পাঠাবে। যদিও ১ নভেম্বর আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সময় সংসদ সভাপতি বলেছিলেন, টেস্ট পরীক্ষা হবে কি না, সেটা একেবারেই স্কুলের উপর নির্ভরশীল। কারণ, সংসদ কখনও টেস্ট পরীক্ষার জন্য স্কুলকে কোনও নির্দেশ দেয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন