মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। এখন সর্ষের তেলের দামও আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। লক্ষ্য করার মতো বিষয় হল সর্ষের তেলের দাম কিছু দিনের মধ্যেই দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে। দেশের বেশকিছু রাজ্যে সর্ষের তেলের দাম ২০০ টাকা প্রতি লিটারের বেশি হয়ে গিয়েছে।
এক বছরে ৬৭ টাকার বেশি বাড়ল সর্ষের তেল দেশের রাজধানী দিল্লিতে ১ ডিসেম্বর ২০২০-তে সর্ষের তেলের দাম ১৩৬ টাকা প্রতি লিটার ছিল। ১ ডিসেম্বর ২০২১-এ সেই দাম ২০৩ টাকা প্রতি লিটারে পৌঁছে গিয়েছে। তেলের দাম ৭০ থেকে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। গত এক বছরে সর্ষের তেলের দাম প্রতি লিটারে ৬৭ টাকা পর্যন্ত বেড়েছে।
তার আগে ২১৯ থেকে ২০২০-র মধ্যে সর্ষের তেলের দাম ৫০ শতাংশ বেড়েছিল। সর্ষের তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি আমজনতার পাতে প্রভাব ফেলেছে। ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে মানুষ সর্ষের তেলের ব্যবহার কম করতে শুরু করেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন