ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হচ্ছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। আজ সংবাদসংস্থা এএনআই-কে একথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহুল দ্রাবিড়ের আগে তাঁকেই ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ বরাবরই প্রাক্তন ক্রিকেটারদের দলের সঙ্গে যুক্ত করতে চান। তাঁদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পছন্দ করেন তিনি। দ্রাবিড়কে কোচ করার জন্যও তাঁর সঙ্গে কথা বলেছিলেন বলে জানা যায়।
এএনআই সূত্রে জানা গিয়েছে বোর্ডের এক কর্তা বলেছেন, "সৌরভ এবং জয় শাহ, দু-জনেই লক্ষ্মণকে এই পদে চান। তবে সিদ্ধান্ত নেবেন লক্ষ্মণই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদের জন্য ও যোগ্য লোক। সেই সঙ্গে দ্রাবিড়ের সঙ্গে ওর সম্পর্ক যথেষ্ট ভাল। নতুনদের পথ দেখাতে প্রাক্তনদের পাওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।" বোর্ডের তরফে সরকারি ভাবে এখনও লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন