মাওবাদী দমনে বড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ। গ্রেফতার করা হল সিপিআই-মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা প্রশান্ত বসু ওরফে কিষাণ দা-কে। তাঁর স্ত্রী শীলা মারান্ডি-কেও গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে। চিকিৎসার জন্য তাঁরা জামসেদপুরে এসেছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই একটি বাড়ি থেকে তাঁদের দু-জনকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে অনেক রাজ্যের পুলিশ খুঁজছিল প্রশান্তকে।
পলিটব্যুরোর সদস্য এবং মূলত কেন্দ্রীয় নেতা ছিলেন কিষাণদা। তিনি কোনও নির্দিষ্ট একটি জায়গায় থাকতেন না। ঝাড়খণ্ড পুলিসের স্পেশাল অপারেশন টিম তাকে গ্রেফতার করেছে। প্রশান্ত বসু দীর্ঘদিন নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। এক সময়ে MCC-র সর্বভারতীয় সম্পাদক ছিলেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন