মহারাষ্ট্র পুলিশের 'সি-60' ইউনিটের সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদীর মৃত্যু হল মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায়। গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানিয়েছেন, এই সংঘর্ষে আহত হয়েছেন তিন জওয়ানও।
জানা গিয়েছে, শনিবার সকালে গড়চিরৌলির মারদিনতলার কোরচির জঙ্গল এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। এই পুলিশ দলের নেতৃত্ব দিচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুণ্ডে।
সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানান, এখনও পর্যন্ত আমরা জঙ্গল থেকে ২৬ জনের দেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলের আশেপাশের এলাকাগুলিতে তল্লাশি চালাচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন