সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষকরা যোগ দিলেন তৃণমূলে। শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ মিশে গেল শাসক দলে। প্রতিবাদী শিক্ষক নেতা মইদুল ইসলাম এবং বিকাশ ভবনের সামনে বিষপানকারী সেই পাঁচ শিক্ষিকা-সহ প্রায় ২ হাজার শিক্ষক যোগ দিলেন তৃণমূলে। রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে হয় এই যোগদান। শিক্ষক সংগঠনের দাবি, সংগঠনের লক্ষাধিক সদস্যই এখন শাসক দলে চলে এলেন।
প্রসঙ্গত, কিছু মাস আগে বদলির দাবিতে বিষপানকারী শিক্ষিকারা এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে। আগামী রবিবার তাঁরা যোগ দেবেন তৃণমূলে, সূত্রের খবর এমনটাই। আগামী ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে তৃণমূলে যোগ দিতে চলেছে ''শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ"। সেই দিন প্রায় এক লাখ ৩০ হাজার সংগঠনের সদস্য যোগ দেবেন তৃণমূলে।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৮ আগস্ট। শিশুশিক্ষা কেন্দ্রের (SSK) ৫ শিক্ষিকাকে বহু দূরে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।কলকাতা কিংবা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিশুশিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাঁদের উত্তরবঙ্গে বদলি করে শিক্ষাদফতর। তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষাদফতরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন।
গত ২৪ আগস্ট আন্দোলনরত ওই ৫ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে পুতুল মণ্ডল-সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালেও ভরতি করা হয়। বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। তাঁদের বিরুদ্ধেই আইনভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।
অন্যদিকে প্রতিবাদে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মইদুল ইসলাম। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরেও কেন সিদ্ধান্ত বদল করছেন মইদুল ইসলাম? ওই পাঁচ শিক্ষিকারও শাসকদলে নাম লেখানোর সিদ্ধান্তের নেপথ্যে কী রয়েছে, উঠছে সেই প্রশ্ন। যদিও শিক্ষক নেতা মইদুল ইসলামের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কাজে অত্যন্ত খুশি তিনি। সে কারণেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন