প্রত্যাশা মতোই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে আরও বড় দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। লুইজিনহো ফেলেইরিও-কে রাজ্যসভার প্রার্থী করছে তৃণমূল। অর্পিতা ঘোষের ইস্তফার পর রাজ্যসভার যে আসনটি শূন্য ছিল তাতেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী করল ঘাসফুল। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে টুইট করে খবরটি জানানো হয়।
গত ২৯ সেপ্টেম্বরই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন লুইজিনহো ফেলেইরিও। যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তৃণমূলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় তাঁকে, তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি পদে তাঁকে নিয়োগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যসভাতেও তৃণমূলের টিকিটেই জায়গা পাচ্ছেন লুইজিনহো। গত ১৫ সেপ্টেম্বর আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন অর্পিতা ঘোষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন