তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক নেতা- নেত্রীর সন্তান বা আত্মীয়দের নাম। তবে শুক্রবার সন্ধেয় কালীঘাট থেকে প্রকাশ হওয়া সেই তালিকায় যাঁর নাম দেখে চমকে গিয়েছেন অনেকেই, তিনি বসুন্ধরা গোস্বামী।
কীভাবে সম্ভব হল? বসুন্ধরা জানিয়েছেন, "গতকাল ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দিয়েছেন দল সবরকম ভাবে পাশে আছে।" "দিদি ডাকলেন আমায়, বাবার সঙ্গে যারা ছিলেন তারা কখনও সেভাবে দেখেননি আর কী। এত কাছে ছিলাম যে দেখতে পাননি। নৈকট্যের অন্ধত্ব যাকে বলে," বললেন বসুন্ধরা গোস্বামী। প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে এবারে ৯৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন