বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসি গ্রুপ ডি পদে ৫৪২ জনের ভুয়ো নিয়োগের অভিযোগ আগেই সামনে এসেছে। এবার এসএসসি গ্রুপ সি পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ ঘিরে ফের বিতর্ক। মঙ্গলবার যার প্রেক্ষিতে এক মামলায় শুনানিতে এক কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
আদালত সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলায় গ্রুপ সি পদে প্রায় ৪০০ ভুয়ো নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিন পূর্ব মেদিনীপুর জেলার এক বাসিন্দার দায়ের করা মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট পদে নিয়োজিত এক কর্মীর বেতন বন্ধ করতে হবে।
এপ্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সমস্ত নিয়োগই দূর্নীতিতে ভরা। তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা দিয়ে ফাঁকা খাতা ফেলে চাকরি দিয়েছে। বেসিক ট্রেনিং নেয়নি এমন প্রচুর লোক চাকরি করছেন। সেই তালিকা চাইলে দিতে পারি। সমস্ত চাকরি ভুয়ো।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন