ফের বড় সিদ্ধান্ত নিল দিল্লির সরকার। সোমবার থেকে আবারও অনলাইন ক্লাস শুরু হচ্ছে রাজধানী দিল্লির স্কুলগুলিতে। ফের ওয়ার্ক ফ্রম হোম করবেন সরকারি বিভিন্ন দফতরের কর্মী ও আধিকারিকরাও।
না, করোনার সংক্রমণ নতুন করে মাত্রা ছাড়ায়নি। মাত্রা ছাড়াচ্ছে দূষণ। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে দিল্লির সরকার। কারণ, যাতায়াত কমলে কমবে যানবাহনের ব্যবহার ও কার্বন নির্গমন। তাতে কিছু হলেও দূষণ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদী সরকার পক্ষ। শনিবার দূষণ নিয়ন্ত্রণ নিয়ে একটি জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠক শেষে তিনি জানান, এখনই লকডাউনের পথে হাঁটতে চাইছেন না তাঁরা। কারণ, তাতে আমজনতার রুজিরুটিতে টান পড়তে পারে। বদলে যতটা সম্ভব মানুষের গতিবিধিতে রাশ টানার একটা চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী সোমবার থেকে টানা এক সপ্তাহ স্কুলগুলিতে সশরীরে পঠনপাঠন বন্ধ থাকবে। বদলে পড়াশোনা চলবে অনলাইনে। একই কারণে, সরকারি কর্মচারীরাও বাড়ি থেকেই রোজের কাজ করবেন ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন