রোজভ্যালি কাণ্ডে বড় সাফল্য ইডির। রোজভ্যালি চিটফান্ড মামলায় রাজ্যের সাতটি জায়গায় তল্লাশি চালাল ইডি। তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। বাজেয়াপ্ত করা হয়েছে সাতটি দামি গাড়ি। ইডি সূত্রে পাওয়া খবর, রোজভ্যালির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল গাড়িগুলি। রোজভ্যালিকাণ্ডে ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন গৌতম কুণ্ডু। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন গৌতম-ঘরণী শুভ্রা কুণ্ডুও।
শুভ্রাকে হেফাজতে নিয়ে সিবিআইয়ের প্রথম লক্ষ্য, সেই নামটি খুঁজে বের করা যাঁর 'আশ্বাসের হাত' মাথায় থাকার জন্য স্বামীকে বাদ দিয়েও দিনের পর দিন সোনার গয়নার ব্যবসা চালিয়ে গিয়েছেন শুভ্রা। তাঁর অদ্রিজা জুয়েলারি প্রথমে রোজভ্যালির ছাতার তলায় থাকলেও পরে তা স্ত্রীর নামে দিয়ে দেন গৌতম। রোজভ্যালি কর্তা গ্রেফতারের পরও রমরমিয়ে সে দোকান চলেছে। কার সহযোগিতায় এই ব্যবসা শুভ্রা এগিয়ে নিয়ে যান তা জানতে চায় তদন্তকারীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন