LPG সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে এখন তা ১০০০ টাকায় পৌঁছেছে। সিলিন্ডার কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। তবে এবার রয়েছে সিলিন্ডার প্রতি ৩০০ টাকা সাশ্রয় করার সুযোগ। যদিও এই সুবিধা পেতে ভর্তুকির জন্য আবেদন করতে হবে।
কয়েক মাস আগেও LPG সিলিন্ডার পাওয়া যেত ৬০০ টাকায়। তা থেকে ৮৩৪ টাকায় পৌঁছে, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০০ টাকায়। LPG-তে ভর্তুকি পেতে LPG অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার কার্ড লিঙ্ক করাতে হবে। এবার থেকে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে বেশি পরিমাণে ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার। আগে যে ভর্তুকি পাওয়া যেত, সেই পরিমাণই বাড়ানো হয়েছে।
একসময় বেশ মোটা ভর্তুকি পাওয়া গেলেও, গ্রাহকেরা অভিযোগ করেছেন, দিনে দিনে কমিয়ে দেওয়া হয় ভর্তুকি। এমনকি মাত্র ৩০-৫০ টাকা ভর্তুকিও পেয়েছেন বলে জানিয়েছেন বেশ কিছু গ্রাহক। এবার সেই ভর্তুকিই বাড়িয়ে 300 টাকা করা হচ্ছে। যারা উজ্জ্বলা স্কিমের আওতায় LPG নিয়েছেন, তাঁরা এই ভর্তুকি স্কিম থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। আগে তাঁরা ১৭৪.৮৬ টাকা ভর্তুকি পেত যা এখন বাড়িয়ে ৩১২.৪৮ টাকা করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন