রাজ্যে আগামী ২ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের জট কাটলে আগামী দু-মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সবটাই অনলাইনে হওয়ায় স্বচ্ছতা রয়েছে। এর পরে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় তার বাস্তবায়ন হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মন্ত্রী। বলেন, "জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলে মেনে নেব তার কোনও মানে নেই। বাঙালির শিক্ষা বিষয়ে একটা চিন্তা আছে।
আদালতে মামলা চলার জেরে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে থমকে রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই চাকরিপ্রার্থীদের অভিযোগের শুনানি চালাচ্ছে কমিশন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দ্রুত অভিযোগের নিষ্পত্তি করতে শিক্ষা দফতরের তরফে বিশেষ দলও গঠন করা হয়েছে। কমিশনের তরফে চাকরিপ্রার্থীদের অভিযোগ শোনার পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বিধানসভায় ব্রাত্য বসু বলেন, 'আমরা মহামান্য আদালতের নির্দেশ মেনেই কাজ করছি। আদালতের তরফে আমাদের তিন মাস সময় দেওয়া হয়েছে। সরকারি ছ' জন অফিসার রোজ বসে অভিযোগ শুনছেন, নিষ্পত্তি করছেন। সেই তালিকা আমরা আদালতে জমা দেব৷ কর্মসংস্থানের জন্য মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা, তার বাস্তবায়নের জন্য যা কিছু করা সম্ভব, আমরা তা দ্রুততার সঙ্গে করব।' শিক্ষামন্ত্রীর দাবি, আদালতের নির্দেশ মেনেই সব প্রক্রিয়া শেষ করে দু-মাসের মধ্যেই ১৫ হাজার শিক্ষককে নিয়োগ করা সম্ভব হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন