আগামী কাল থেকে চালু হয়ে যাচ্ছে দুয়ারে রেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে চালু হবে দুয়ারে রেশন। ইতিমধ্যেই খাদ্য ও বণ্টন বিভাগ এই বিষয়ে বিস্তারিত কাজ শুরু করে দিয়েছে। যদিও দুয়ারে রেশন নিয়ে আপত্তি ছিল ডিলারদের একটা বড় অংশের। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডিলারদের একটা বড় অংশ।
রাজ্য অবশ্য সকলকেই দুয়ারেই রেশন দিতে আগ্রহী। যদিও বেশ কিছু বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলেই জানাচ্ছেন রেশন ডিলারদের সংগঠন। এরই মধ্যে প্রতি কুইন্টালে ৫০ টাকা কমিশন বাড়াল রেশন ডিলারদের সংগঠন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন