ফের দাম বাড়ছে রান্নার গ্যাসের। আগামিকাল অর্থাৎ, ১ ডিসেম্বর থেকেই ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাৎ, ভর্তুকিহীন সিলিন্ডারের উপর এক ধাক্কায় ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ছে দাম।
তবে বাড়ির হেঁশেলে এখনই চিন্তার তেমন কোনও কারণ নেই। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস অর্থাৎ, বাড়ির রান্নার গ্যাসের দাম আপাতত বাড়ানো হচ্ছে না। ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম থাকছে ৯২৬ টাকা।
প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে বেশ কিছু মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, সরকার গ্যাসে ভর্তুকির বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে। কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফে কোনও পরিকল্পনা করা যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন