চলতি বছরেও যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কার্যত শেষ হচ্ছে না তা প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও নতুন বছর শুরুর আগেই উচ্চমাধ্যমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি শেষ করে দেওয়া হবে বলে আশাবাদী স্কুল সার্ভিস কমিশন।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর এখনো প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর নিষ্পত্তি করার প্রক্রিয়া বাকি রয়েছে। ইতিমধ্যেই গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩ হাজার চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আরও প্রায় ১২০০ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সে ক্ষেত্রে কমিশনের আশা, হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পর ডিসেম্বরের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
ইতিমধ্যে মোট ছয় দফায় অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া করেছে SSC।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন