যৌন আবেদনে বিশ্বসেরা হলেন হলিউড তারকা পল রুড। এই খবর প্রকাশ করেছে আমেরিকার পিপল ম্যাগাজিন। ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছে পলের ছবি। তার পাশে লেখা 'সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ'। ৫২ বছরের তারকা নয়ের দশকে 'ক্লুলেস' সিনেমার মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন। 'দিস ইজ ৪০', 'নকড আপ'-এর মতো সিনেমা উপহার দিয়েছেন তিনি। 'অ্যান্টম্যান' হিসেবে আন্তর্জাতিক দর্শকের কাছেও সমাদর পেয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন