গুগল, মাইক্রোসফটের পর আর একটি বৃহৎ সংস্থার সর্বেসর্বা হলেন এক ভারতীয়। জ্যাক ডর্সি পদত্যাগ করায় টুইটারের নতুন এগজিকিউটিভ অফিসার (সিইও) হতে চলেছেন পরাগ আগরওয়াল। বর্তমানে টুইটারের চিফ টেকনোলজি অফিসারের পদে রয়েছেন আইআইটি বম্বের প্রাক্তনী। ভারতীয় বংশোদ্ভূত পরাগের কেরিয়ারগ্রাফ বলছে, ২০১১সালে ট্যুইটারে কাজ শুরু করেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন