সম্প্রতি রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। উচ্চ মাধ্যমিকের টেস্ট হবে কি না, সে সিদ্ধান্তের দায়িত্ব স্কুলের উপরেই ছেড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যদিও ডিসেম্বরের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (এসএসএম) জানিয়েছে, প্রথম থেকে নবমের পড়ুয়াদের বাড়ি বসে অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মূল্যায়ন হবে।
এই ইস্যুতে পর্ষদ, সংসদ এবং এসএসএম-এর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে টেস্ট বা বার্ষিক পরীক্ষার মতো নাম এড়াতে চাইছে স্কুলগুলি। এই পরীক্ষার নাম দেওয়া হচ্ছে 'অফলাইন ইভ্যালুয়েশন' বা স্কুলে বসে পরীক্ষা। কলকাতার নামজাদা সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বক্তব্য, গত ২০ মাসে নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা অফলাইন পরীক্ষা দিতে ভুলে গিয়েছে। তাই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলে বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। যাতে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কোনও সমস্যায় পড়তে না-হয়। এর পাশাপাশি ২০২৩-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ুয়াদের প্রস্তুত করতে নবমের বার্ষিক ও একাদশের ষাণ্মাসিক পরীক্ষাও নেওয়া হবে। এর ফলে একদিকে অফলাইন পরীক্ষা দেওয়ার অভ্যাস ঝালিয়ে নেওয়া যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন