করোনা আবহে হবু শিক্ষকদের জন্য ভাল খবর। বেশকিছু শিক্ষকপদে নিয়োগ করবে চাপড়া কিং এডওয়ার্ড হাই স্কুল। সহকারী শিক্ষক হিসাবে স্থায়ী পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। মোট তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে।
ইংরেজি, পদার্থবিদ্যা এবং রসায়নে নর্মাল সেকশনে স্থায়ীপদে নিয়োগ করা হবে। ১)প্রশিক্ষিত ইংরেজিতে স্নাতক, (২) প্রশিক্ষিত স্নাতক পিউর সায়েন্স (পদার্থবিদ্যা) (৩) প্রশিক্ষিত স্নাতক পিউর সায়েন্স (রসায়ন)।
আবার এদিকে, রাজ্য সরকারের DA Getting স্কুলে বাংলা, পিওর সায়েন্স,বায়ো সায়েন্স,ইতিহাস(পাস),কর্মশিক্ষা ও শারীরশিক্ষা সহ মোট ৬টি শুন্য পদে শিক্ষক নিয়োগ করছে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ ডন বস্কো উচ্চ বিদ্যালয়। সবকটা পদেই স্থায়ী পদ বলে জানা গিয়েছে। আধার, ভোটার কার্ড সহ শিক্ষাগত যোগ্যতার ২ কপি প্রত্যয়িত নকল সহ বায়োডাটা বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন