নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। এদিন এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআই অনুসন্ধানের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত।
এমন আবহে বুধবার ৪৭৮ শূন্যপদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ যে প্রার্থীরা অফলাইনে আবেদন করেছিলেন, মেধাতালিকায় তাঁদের নাম আছে। সেইসঙ্গে যে অনলাইন আবেদনকারীরা প্রথম তালিকায় ছিলেন না, তাঁদেরও একাংশের নাম আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন