রাজ্যের দুঃস্থ পড়ুয়াদের শিক্ষালাভে আর্থিক বাধা দূর করতেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ঢাক, ঢোল পিটিয়ে এই প্রকল্পের কথা ঘোষণা করা হলেও আখেরে কতটা সুবিধা পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় ঋণের আবেদন জমা পড়েছে অসংখ্য। পড়ুয়া ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে এ নিয়ে আগ্রহও রয়েছে। কিন্তু, ঋণ মঞ্জুর হয়েছে মাত্র ১৬ শতাংশ আবেদনকারীর। যা ছাত্রছাত্রীদের হতাশার কারণ হতেই পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন