২০২২ সালে অনেক ছুটিই কমে যাচ্ছে। তবে তাতে ছুটির আনন্দ কমবে না। কারণ পশ্চিমবঙ্গ সরকার, অন্যদিন ছুটি দিয়ে তা পুষিয়ে দিতে চলেছে। শুক্রবার ছুটির এই তালিকাই প্রকাশ করেছে নবান্ন। তবে ভাল খবর হল, আগামী দুর্গাপুজোয় একটানা ১১ দিন ছুটি পাচ্ছেন কর্মচারীরা।
বছরে ১০ টি ছুটি নষ্ট হতে চলেছে।
এন আই অ্যাক্ট অনুযায়ী ১৮ জাতীয় ছুটি রয়েছে এরমধ্যে। এরপর রাজ্য সরকারের ঘোষণা করা আরও ২০টি ছুটি এবং চারটি বিশেষ সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ছুটিও রয়েছে ওই তালিকায়। কিন্তু তালিকায় বাদ গিয়েছে দশটি ছুটি, কারণ এমনিতেই ওই দিনগুলি রবিবার পড়ে যাওয়ায় আর নতুন করে ছুটির তালিকায় রাখা হয়নি ১০টি বিশেষ দিন। এর ফলে ওই ১০ দিন কার্যত ছুটি মার গেল রাজ্য সরকারি কর্মীদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন