রাজ্যে শিক্ষকদের আন্দোলন নতুন নয়। এই আন্দোলন চলছে শেষ কয়েক বছর ধরে। কখনও আদিগঙ্গায় নেমে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, কখনও আত্মহননের পথ বেছে নিয়ে বিষপান করেছেন শিক্ষিকারা। তাঁদের সমস্যার কথা শোনা হয়নি বলেই অভিযোগ ছিল। সেই শিক্ষক আন্দোলনের নেতা ও আরও কিছু শিক্ষিকারা যোগ দিয়েছেন তৃণমূলে। আর যোগ দেওয়ার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসলেন তাঁরা।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, 'সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূলে যোগ দিয়েছেন শিক্ষক ঐক্য মঞ্চের নেতা মইদুল।' তিনি জানান, অনেক দিন ধরেই তাঁর সঙ্গে কথাবার্তা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন এরা, আগেও আলোচনায় বসতে চেয়েছিলেন তিনি, তবে বিভিন্ন কারণবশত সময় হয়ে ওঠেনি। তিনি জানান, আজ ওই আলোচনায় অনেকগুলো ইতিবাচক কথা হয়েছে, যেগুলো সরকারের পক্ষ থেকে করা সম্ভব। তিনি জানান, 'কিছু বিষয় টেবিলে বসেই সলভ হয়েছে।'
মূলত পুরসভার যে সব শিক্ষক-শিক্ষিকার ফাইলটা শিক্ষা দফতরে আটকে আছে সেটা উদ্যোগ নিয়ে তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। এর পাশাপাশি তিনি আরও জানান, কিছু পার্শ্বশিক্ষকদের বদলি নীতি কার্যকর করতে চলেছে সরকার। আগামি দিনে বাকি সব সমস্যাগুলির সমাধান করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। ব্রাত্য বসু বলেন, যে সব শিক্ষক শিক্ষিকাদের বদলি হয়েছিল, তাঁরা বলেছেন তাদের কোর্ট কেস তুলে নেব। সে ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা সবই মিটিয়ে নেব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন