মাথায় হাত মধ্যবিত্তের। সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ সরবরাহের তালিকা থেকে বাদ পড়ল বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ। যে সমস্ত ওষুধ ওই তালিকা থেকে বাদ পড়েছে তার মধ্যে রয়েছে ক্যানসার, ডায়াবেটিসের ওষুধ। অঙ্কোলজির ওষুধ সিসপ্লাটিন, এটোপোসাইড, সাইক্লোফসফামাইড, এনোক্সাপারিন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন