আগামী ১৬ নভেম্বর, মঙ্গলবার থেকেই নবম-দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলতে চলেছে রাজ্যে। এর পর করোনা পরিস্থিতি দেখে বাকি নিচু শ্রেণির জন্যও স্কুল খুলবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রবিবার কলকাতার কলেজ স্কোয়ারে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, আপাতত নবম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়েরও ক্লাস চালু হচ্ছে।
পড়ুয়াদের স্কুলে পাঠানো নিয়ে বিভ্রান্তি কাটাতে শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন, "স্কুলে আসা বাধ্যতামূলক নয়, বাবা-মা চাইলে তবেই স্কুলে যাবে পড়ুয়ারা। সে ক্ষেত্রে পড়ুয়াদের অ্যাটেনডেন্স সংক্রান্ত কোনও সমস্যাও হবে না"।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন