ফের শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা আতঙ্ক। এবার কোভিড হটস্পটে পরিণত হয়েছে কর্নাটকের ধারওয়াড়ের এক মেডিক্যাল কলেজ।
আরও ৭৭ পড়ুয়ার কোভিড রিপোর্ট পজিটিভ, এল সবমিলিয়ে ২৮১ জন আক্রান্ত হয়েছে কলেজটিতে। এই এসডিএম কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস কর্নাটকের উত্তরাংশের মেডিক্যাল হাব বলে গণ্য করা হয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ওই চিকিৎসা কেন্দ্রে আর কাউকে ভর্তি নেওয়া হচ্ছে না। যাঁরা ভর্তি আছেন, তাঁদের মধ্যে একমাত্র নেগেটিভ রিপোর্ট এলে তবেই ছাড়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের ঢোকা এবং বেরনোর রাস্তা। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বেশিরভাগেরই টিকার দুই ডোজ নেওয়া। হাসপাতালের আধিকারিকরা বলছেন, কলেজে সম্প্রতি একটি ফ্রেশার্স পার্টির জেরেই সংক্রমণের এই বাড়বাড়ন্ত। দু'তিন ধরে চলেছিল ওই পার্টি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন