দীর্ঘ সময় পরে খুলেছে স্কুল-কলেজ। আর এবার স্কুল খুলতেই বিপত্তি। করোনা আতঙ্কের জেরে প্রায় দেড় বছর ধরে দেশজুড়ে বন্ধ ছিল সমস্ত স্কুল, কলেজ। জানা যাচ্ছে জয়পুরের একটি স্কুলের অন্তত ১১ জন ছাত্রছাত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। স্কুল খোলার জেরেই যে এই বিপত্তি সেকথা বলা বাহুল্য।
জানা গিয়েছে , রাজস্থানের জয়পুরের জয়শ্রী পেরিওয়াল স্কুলের ১১ জন শিশু সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। একই স্কুলের এত শিশু একসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় কার্যত নড়েচড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ এবং ইতিমধ্যেই ওই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই ১১ জন করোনা আক্রান্ত শিশুর সান্নিধ্যে এসেছেন যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা তাঁদেরও চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর কাজ শুরু হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন