করোনা সংক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করল নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে একটি কমিটি গঠন করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। সূত্রের খবর, এই বিষয়ে পরামর্শ চেয়ে রাজ্যের অর্থ, স্বাস্থ্য, কলকাতা পুরসভা-সহ সংশ্লিষ্ট সমস্ত দফতরে চিঠি দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর।
দফতর সূত্রে পাওয়া খবর, অর্থ দফতরের ছাড়পত্র এলেই এই প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু করে দেওয়া হবে। উল্লেখ্য, করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নির্দেশে এও বলেছিল, আবেদন জমা পড়ার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন