এদিন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন স্বাস্থ্য অধিকর্তা। কার্ডের বরাদ্দ টাকা খরচ হয়ে গেলেও সরকারি হাসপাতালে চিকিৎসা করানো যাবে। রবিবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
তিনি বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে সেই পরিকাঠামো হচ্ছে।
এ কথার রেশ ধরেই স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর বক্তব্য, "স্বাস্থ্যসাথী কার্ড কারও যদি না থাকে তাকেও আমরা সরকারি চিকিৎসা পরিষেবা থেকে কোনওরকম ভাবে বঞ্চিত করব না। আমরা জানতে চাই সমস্ত মানুষ স্বাস্থ্যাসাথীর আওতায় এসেছেন কি না। তার কাছে কার্ড আছে কি না। এখনও সরকারি হাসপাতালে দেখা যাচ্ছে ভর্তি হচ্ছেন অনেকেরই কার্ড নেই। এখানেই প্রশ্ন, এত লোকের যে কার্ড হল সেগুলি কি ভুয়ো কার্ড? এই মানুষগুলো কার্ড পেল না কেন? সঙ্গে সঙ্গে কার্ড করে দেওয়াও হচ্ছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন