সরকারি স্কুলের প্রধান শিক্ষক তিনি। তিনিই অভিযুক্ত হলেন শিশু পাচার- এ! এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। প্রধান শিক্ষক সহ মোট চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার কিশোর- কিশোরী পাচারকারী সন্দেহে এক সরকারি স্কুলের প্রধান শিক্ষক সহ ৪ জনকে আটক করল রায়গঞ্জ রেল পুলিশ।
ঘটনার সূত্রপাত এদিন সন্ধ্যায়। তখন সবেমাত্র রায়গঞ্জ স্টেশনে ঢুকেছে কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস। স্থানীয় সমাজকর্মী কৌশিক চৌধুরী জানিয়েছেন, '১০-১২ জন কিশোর-কিশোরীকে সঙ্গে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ভদ্রলোক। আমি জিজ্ঞাসা করলাম, এতগুলি বাচ্চা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলল, আমার এক আত্মীয়ের বিয়ে আছে। সেখানেই যাচ্ছি।' তাহলে? ওই সমাজকর্মীর দাবি, 'আমার সন্দেহ হওয়ায় নাম-পরিচয় ইত্যাদি জিজ্ঞাসা করি। কোনও বাচ্চারই পরিচয় দিতে পারছিলেন না। বাচ্চাদের সঙ্গে কি সম্পর্ক? সকলেরই নাকি তিনি মামা'! শেষপর্যন্ত রায়গঞ্জের রেলপুলিস ও চাইল্ড লাইনে খবর দেন কৌশিক।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মুজাহিদিন ইসলাম। তিনি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক। মুজাহিদিন ও তাঁর তিন সঙ্গীকে আটক করেছে রেল পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন