নিয়োগ নিয়ে চলা বিতর্কের মাঝে ভাল খবর চাকরি প্রার্থীদের জন্য। নিয়োগ নিয়ে ফের উদ্যোগ নিল নবান্ন। স্বাস্থ্যদপ্তরে ডাক্তার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফেসিলিটি ম্যানেজার-সহ বিভিন্ন পদে প্রায় ৪ হাজার জনের নিয়োগের প্রক্রিয়া ফের শুরু হয়েছে। গত ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে ওইসব পদে চাকরির জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। স্বাস্থ্যদফতর নভেম্বর মাসে স্টাফ নার্স পদে প্রায় ৫ হাজার নিয়োগের জন্য আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। সব মিলিয়ে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্যদপ্তরে প্রায় ৯ হাজার নিয়োগ হতে চলেছে।
বিভিন্ন পদে প্রায় ৪ হাজার নিয়োগের প্রক্রিয়া শুরু করতে রিক্রুটমেন্ট বোর্ড দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি বিভিন্ন হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারের ৮১৯টি পদে নিয়োগের জন্য ২০১৯ সালের জানুয়ারিতে বিজ্ঞপ্তি জারি হয়।
ফেসিলিটি ম্যানেজারের নিয়োগ বিজ্ঞপ্তির পর বিভিন্ন সময়ে মেডিক্যাল টেকনোলজিস্ট (প্রায় দেড় হাজার পদ), জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (প্রায় ১২০০টি পদ), ফার্মাসিস্ট (৭৭ পদ), ড্রাইভার (৩০০টি পদ), ফিজিওথেরাপিস্ট (৮টি পদ) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বোর্ড। গত ২৩ নভেম্বর বোর্ড বিজ্ঞপ্তি জারি করে ওই পদগুলিতে আবেদনকারীদের নথি অনলাইনে অপালোড করতে বলেছে। অনলাইনে নথি যাচাইয়ের কাজ হবে। তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, এইসব পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করতে বোর্ড কর্তৃপক্ষকে অনেকদিন ধরে অনুরোধ করা হচ্ছিল। অবশেষে তাতে সাড়া মিলেছে। কয়েক হাজার শূন্য পদে সরকারি হাসপাতালে নিয়োগ হলে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন