দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, রাজ্যে পড়াশোনার মানোন্নয়ন হয়েছে। ভালভাবেই শিক্ষার পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, কর্মীরা। 'স্কচ' পুরস্কার প্রাপ্তি তারই স্বীকৃতি। এই খবরে অত্যন্ত খুশি রাজ্যের শিক্ষাদফতর।
এটাই নতুন নয়। এর আগেও রাজ্য সরকারের একাধিক দফতরে এসেছে 'স্কচ' পুরস্কার। চলতি বছরের আগস্ট মাসে জাতীয়স্তরে সম্মানিত হয়েছিল বাংলা। রাজ্যের মুকুটে যুক্ত হয়েছিল চারটি স্কচ অ্যাওয়ার্ড। সেবার একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দু'টি সিলভার অ্যাওয়ার্ড ছিল। এদিন ফের মিলেছে দু'টি গোল্ড অ্যায়ার্ড।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন