প্রায় ২০ মাস স্কুল বন্ধ থাকার পরে মঙ্গলবার থেকে খুলে গিয়েছে রাজ্যের স্কুল-কলেজ। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে পড়ুয়াদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। অনেক পড়ুয়া ইতিমধ্যে স্কুল ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে চলে গিয়েছে। এখন ওই সব ছাত্রকে ফের স্কুল মুখী করাই শিক্ষকদের কাছে বড় চ্যালেঞ্জ।
এই প্রসঙ্গে শিক্ষকদের একাংশ মনে করছেন, করোনা কালে স্কুল বন্ধ থাকলেও নিয়মিত কাজ করতে হয়েছে শিক্ষকদের। না পড়ুয়াদের গৃহ পাঠের খাতা, অনলাইনে ক্লাস, মিড-ডে-মিল বিতরণ প্রভৃতি বিষয়ে শিক্ষকদের নিয়মিত নজরদারি চালাতে হয়েছে। ফলে শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা থাকলে শিক্ষকদের অসুবিধা হবে। তাছাড়া শিক্ষকদের একাংশ মনে করেন, বর্তমানে যেভাবে ক্লাস হচ্ছে তাতে ছাত্র-ছাত্রীদের নাভিশ্বাস উঠেছে। অনেক পড়ুয়ায় স্কুলকে বন্দিখানার মতো মনে পড়ছে। কারণ টিফিনেও বেরোতে পারে না। সর্বক্ষণ মাস্ক পড়ে থাকতে হয়। এর ফলে অনেক ছাত্রছাত্রীই হাঁপিয়ে উঠেছে। ফলে ছাত্রছাত্রীরা আদৌও শনিবারে স্কুলে আসবে কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষকদের একাংশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন