বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম। অবসরের পরে পেনশন দেওয়ার প্রস্তাব সিপিএমের কেন্দ্রীয় কমিটির। অবসরের পরে সদস্যদের আর্থিক সাহায্য বা পেনশন দেওয়া হবে, এই মর্মে রাজ্যগুলিকে পরামর্শও দেওয়া হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফে। ইতিমধ্যেই কেরল এই পরামর্শ মেনে নিয়েছে। বাংলা-সহ অন্য রাজ্যের ক্ষেত্রে চলছে আলোচনা।
সিপিএমের সর্বক্ষণের কর্মীরা নিয়মিত দলের তরফে ভাতা পান। এবার অবসরের পর মিলবে পেনশন।
কিন্তু কীভাবে ধার্য করা হবে ভাতার পরিমাণ? জানা গিয়েছে, রাজ্যগুলিতে দলের আয় যেমন হবে, তার উপর ভিত্তি করেই ঠিক করা হবে ভাতার পরিমাণ। কেন্দ্রীয় কমিটির তরফে জানানো হয়েছে, সব রাজ্যের পরিস্থিতি সমান নয়। তাই আর্থিক অবস্থা অনুযায়ী পেনশনের বন্দোবস্ত করা হবে। তবে বয়স নীতি মেনে যাঁরা সরে দাঁড়াবেন, তাঁদের মধ্যে যাঁরা সক্ষম তাঁদের দলের কাজে যুক্ত রাখাটাও জরুরি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন