করোনা আপাতত নিয়ন্ত্রণে, তাই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন। রাজ্যের একাধিক হাসপাতাল যেগুলি করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছিল সেই সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এরই সঙ্গে প্রতি জেলায় তৈরি সেফ হোম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। যদিও দৈনিক সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। তবে স্বাস্থ্যভবনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই। আর তা সম্ভব হয়েছে দ্রুত টিকাকরণ এবং করোনা বিধি কার্যকর করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের তৎপরতার জন্য। বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই সেফ হোম এবং সরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডগুলিতে শয্যা কমিয়ে তা সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন