উচ্চ প্রাথমিকে নিয়োগ ঘিরে বহু অনিয়মের অভিযোগ। এই নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে তা বলা এখন বেশ কঠিন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগের পাহাড়। সেইসব অভিযোগের নিষ্পত্তির জন্য স্কুল সার্ভিস কমিশনকে তিন মাস বরাদ্দ করল কলকাতা হাইকোর্ট। সেই সময়ের মধ্যে কোনও নিয়োগ করতে পারবে না কমিশন। এমনটাই নির্দেশ দিল বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
বুধবার, হাই কোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশন জানায়, এত বিপুল অভিযোগ খতিয়ে দেখতে আরও সময় প্রয়োজন।
২০১৬ সালে উচ্চ প্রাথমিকে ১৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে অভিযোগ তোলে একটা শ্রেণি। আদালতের দ্বারস্থ হন একাধিক আবেদনকারী। জুলাই মাসে কলকাতা হাইকোর্টে নির্দেশ দেয়, সচিব পদমর্যাদার আধিকারিককে দিয়ে তিন মাসের মধ্যে সমস্ত অভিযোগের নিষ্পত্তি ঘটাতে হবে। সেই মামলাতেই বুধবার কমিশন হাইকোর্টের কাছে আবেদন জানায় তারা সমস্ত অভিযোগের নিষ্পত্তি ঘটাতে পারেনি এখনও। এত অভিযোগ জমা পড়েছে যে তার নিষ্পত্তি ঘটানোর পর্যাপ্ত সময় পাননি তাঁরা। বুধবার কমিশন জানায়, এতদিন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে। এখন পর্যন্ত সাড়ে ৬ হাজার অভিযোগের নিষ্পত্তি ঘটাতে পেরেছেন তাঁরা। কমিশন হাইকোর্টের কাছে আবেদন জানায়, বাকি বাকি অভিযোগের নিষ্পত্তি ঘটাতে আরও তিন মাস সময় দেওয়া হোক। এরপর হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের আবেদন মেনে অতিরিক্ত তিন মাস সময় মঞ্জুর করে। এর পাশাপাশি সচিব পদমর্যাদার আধিকারিকের অভাব থাকায় গ্রুপ এ পর্যায়ের আধিকারিকদের দিয়ে অভিযোগ খতিয়ে দেখা ও নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৫ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন