দেশে যখন ওমিক্রন নিয়ে চিন্তা বাড়ছে সেই সময় ফের জেলায় জেলায় চিন্তা বাড়ছে। আর এর ফলে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে এই মারণ ভাইরাস থেকে মুক্তি মিলবে কবে? রাজ্যে স্কুল খুলেছে। কিন্তু স্কুল খুলতেই পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত হলেন প্রধান শিক্ষক। এর পাশাপাশি, আরও দু'জনের করোনা পজিটিভ।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল। আর স্কুল খোলার পর কয়েক দিন যেতে না যেতে প্রধান শিক্ষক সহ দুজন শিক্ষক করোনা আক্রান্ত। দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। আক্রান্ত প্রধান শিক্ষকসহ কম্পিউটার শিক্ষক এর সংস্পর্শে যেসব ছাত্রছাত্রী এসেছে সকলকেই আজ করানো পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন