বিধানসভা নির্বাচনের আগেই 'দুয়ারে সরকার' নামক কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার শিবিরও করা হয়।
সোমবার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, "১৬ নভেম্বর থেকে আবার শুরু হবে দুয়ারে সরকার"। এর আগে ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলতে শোনা যায় যে, "উপনির্বাচনের জেরে দুটি এলাকায় দুয়ারে সরকার পুরো করতে পারিনি। কালীপুজোর পর ফের শুরু হবে।" যদিও সেই সময় কোনও দিন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী।
দুয়ারে সরকারের প্রকল্পে নজর কেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেতে শুরু করেন মহিলারা। তার জন্য দরখাস্ত দিতে হয়। এর মাধ্যমে তফসিলি জাতি–উপজাতির মহিলারা পাচ্ছেন মাসে ১০০০ টাকা। আর সাধারণ পরিবারের মহিলারা মাসিক ৫০০ টাকা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আবেদন করা যাচ্ছে এই প্রকল্পটিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন