করোনা আবহে সিবিএসই এবং সিআইএসসিই পরীক্ষার প্রথম টার্ম যাতে হাইব্রিড মোডে নেওয়া হয়, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ছয় পড়ুয়া। এই মামলার শুনানি আজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।
পরীক্ষা যাতে হাইব্রিড মোডে হয়, সেই আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। হাইব্রিড মোড অর্থাৎ অনলাইন বা অফলাইন দু-ভাবেই পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে।
বিচারপতি এএম খানইউলকর ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। বোর্ডের এই প্রথম টার্মের পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছিল পড়ুয়া এবং অভিভাবকেরা।
সিবিএসই এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ১৬ নভেম্বর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ১ পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করেছে সিবিএসই। বোর্ড ইতিমধ্যেই টার্ম ১ পরীক্ষার সূচিও প্রকাশ করেছে। অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন